Advertisements
যেকোন বায়ুর জলীয় বাষ্প ধারণ বা গ্রহণ করার একটি নির্দিষ্ট ক্ষমতা বা সীমা আছে এই সীমা নির্ভর করে ঐ বায়ুর উষ্ণতার ওপর। উষ্ণতা বাড়লে জলীয় বাষ্প গ্রহণ করার ক্ষমতা বাড়ে উষ্ণতা কমলে জলীয় বাষ্প গ্রহণ করার ক্ষমতাও কমে। অর্থাৎ, নির্দিষ্ট উষ্ণতায় বায়ু নির্দিষ্ট পরিমান জলীয় বাষ্প গ্রহণ করতে পারে। যখন কোন বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ঐ পরিমাপের শেষ সীমায় পৌঁছায় তখন একে সম্পৃক্ত বা পরিপৃক্ত বায়ু বলে। আর, ক্ষমতার তুলনায় কম জলীয় বাষ্প গ্রহণ করলে ঐ বায়ুকে অসম্পৃক্ত বা অপরিপৃক্ত বায়ু বলে।

0 Comments