Advertisements
ভৌগােলিক আবিষ্কারের পর মাতৃ দেশের সুবিধার জন্য সেই দেশের জনগণ পৃথিবীর যে সমস্ত অঞ্চল দখল করে উপনিবেশ প্রতিষ্ঠা করে, শাসন ও শােষণ চালায় কিন্তু একসময় উপনিবেশে গণবিক্ষোভ, আর্থিক সংকট, আমলাতান্ত্রিক শিথিলতা, সামরিক বিদ্রোহ, কাঁচামাল ও তৈরী পণ্য বিক্রির সংকট প্রবল আকারে দেখা দেয়; তখন উপনিবেশগুলি আর লাভজনক না হয়ে বােঝা হয়ে ওঠে। মাতৃদেশের সুবিধার বদলে উপনিবেশগুলি অসুবিধার সৃষ্টি করে। তখন উপনিবেশ ত্যাগ করাকে বি উপনিবেশিকরণ বা অব উপনিবেশায়ন বলে।

0 Comments