Advertisements
দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিপুল প্রতিরক্ষা ব্যয়ের জন্য করভার বৃদ্ধি দ্রব্যমূল্য বৃদ্ধি, অজন্মার জন্য খাদ্যাভাব, আজাদ হিন্দ ফৌজের অভিযান, কলকারখানায় শ্রমিক ছাঁটাই, মজুরী হ্রাস, কৃষক অসন্তোষ, রাজনৈতিক সংকট প্রভৃতির ফলে কৃষক-শ্রমিক ছাত্র-যুব, মধ্যবিত্ত ধনী প্রায় সমস্ত শ্রেণির মানুষ একদিকে দেশপ্রেম ও জাতীয়তাবােধ অন্যদিকে হতাশা ও ক্ষোভে ব্রিটিশ শাসনের উচ্ছেদ ঘটাতে সক্রিয় হয়ে ওঠে। সরকারি কর্মী ও সেনাবাহিনী তাতে প্রভাবিত হয়। এ সমস্ত কারণের ফলে ভারতে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তরকালে গণবিক্ষোভ দেখা দেয়।

0 Comments