Advertisements
উত্তর : উদীয়মান ফিনান্স পুঁজির যুগে উপনিবেশিকতাবাদ পুরনাে ধারণা পরিণত হয়। আর্থিক দিক থেকে উপনিবেশ আর লাভজনক ছিলনা। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষে সাধারণ নির্বাচনে শ্রমিক দল জয়ী হয় যারা উপনিবেশের স্বাধীনতার পক্ষে ছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি রুজভেল্ট, হ্যারি, এস. ট্রুম্যান, সাম্যবাদ প্রতিরােধে ও জাতীয়তাবাদ শক্তিশালী করার জন্য ভারতের স্বাধীনতার পক্ষে ছিলেন। কমিউনিষ্ট ইন্টার ন্যাশান্যালের নীতি, ব্রিটিশ ঔপনিবেশিক নীতি এবং ইংল্যান্ডের জনমত ও সােভিয়েত ইউনিয়ন ভারতের স্বাধীনতার পক্ষে ছিল। তাই ইংল্যান্ড উপনিবেশ ত্যাগ করার নীতি নেয়।

0 Comments