Advertisements
সমুদ্রবায়ু এক ধরনের সাময়িক বায়ু। সমুদ্র-সংলগ্ন অঞ্চলে জলভাগ ও স্থলভাগের মধ্যে তাপমাত্রার তারতম্যে এই বায়ুর উৎপত্তি হয়। দিনের বেলায় জলভাগ অপেক্ষা স্থলভাগ যখন অধিক উষ্ণ হয়, তখন জলভাগের ওপর থেকে অপেক্ষাকৃত ঠাণ্ডা বায়ু স্থলভাগের দিকে ছুটে আসে। সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয় বলে একে সমুদ্রবায়ু বলা হয় (চিত্র-৬)। হাওড়া, হুগলী, কলকাতা, ২৪ পরগনা (উত্তর ও দক্ষিণ) প্রভৃতি জেলায় গ্রীষ্মকালে সন্ধ্যাবেলা যে স্নিগ্ধ মনােরম प্ক্ষিণা বায়ু প্রবাহিত হয়, তা দক্ষিণের বঙ্গোপসাগর থেকে আসা সমুদ্রবায়ু।

0 Comments