এ সমুদ্রবায়ু ও স্থলবায়ু এই দুটিই উল্লেখযোগ্য সাময়িক বায়ু। সমুদ্র-সংলগ্ন অঞ্চলে জলভাগ ও স্থলভাগের মধ্যে তাপমাত্রার তারতম্যে এই বায়ু দুটির উৎপত্তি হয়। (১) দিনের বেলায় জলভাগ অপেক্ষা স্থলভাগ যখন অধিক উষ্ণ হয়, তখন জলভাগের ওপর থেকে অপেক্ষাকৃত ঠাণ্ডা বায়ু স্থলভাগের দিকে ছুটে আসে। সমুদ্র থেকে স্থলভাগের দিকে প্রবাহিত হয় বলে এই বায়ুর নাম সমুদ্রবায়ু (চিত্র-৬)। (২) রাত্রিবেলা স্থলভাগ দ্রুত তাপ বিকিরণ করে যখন ঠাণ্ডা হয়ে যায়, জলভাগ তখনও উষ্ণ থাকে। ফলে স্থলভাগ থেকে ঠাণ্ডা বায়ু উষ্ণ জলভাগের দিকে ছুটে যায়। একে বলে স্থলবায়ু (চিত্র-৭)। উদাহরণ–পশ্চিমবঙ্গের দক্ষিণ ভাগে বঙ্গোপসাগর সংলগ্ন জেলাগুলিতে গ্রীষ্মকালের অপরাহে বা সন্ধ্যাবেলায় যে স্নিগ্ধ মনােরম দক্ষিণা বায়ু প্রবাহিত হয়, তা দক্ষিণের সাগর থেকে আসা সমুদ্রবায়ু। এইসব এলাকায় মধ্যরাত্রির পর, বিশেষত রাত্রির শেষের দিকে বঙ্গোপসাগর মুখী স্থলবায়ু প্রবাহিত হয়।

0 Comments