Advertisements
আবহাওয়া ও জলবায়ুকে নিয়ন্ত্রণ করে কতকগুলি প্রাকৃতিক কারণ বা উপাদান। এগুলি হল(১) অক্ষাংশ, (২) উচ্চতা, (৩) সমুদ্র থেকে দূরত্ব, (৪) সমুদ্রস্রোত, (৫) বায়ুপ্রবাহ, (৬) পর্বতের অবস্থান, (৭) ভূমির ঢাল, (৮) ভূমির উপাদান, (৯) অরণ্য প্রভৃতি। এগুলি আবহাওয়া ও জলবায়ুর প্রকৃতি নির্ধারণ করে বলে এগুলিকে আবহাওয়া ও জলবায়ুর নিয়ন্ত্রক বলে। অর্থাৎ, এই নিয়ন্ত্রকগুলি আবহাওয়া ও জলবায়ুর উপাদানসমূহের ওপর প্রভাব বিস্তার করে উপাদানগুলির প্রকৃতি নির্ধারণ করে দেয়। যেহেতু আবহাওয়া ও জলবায়ুর এই নিয়ন্ত্রকগুলি পৃথিবীর বিভিন্ন অঞ্চলে বিভিন্ন প্রকার, তাই পৃথিবীর প্রত্যেকটি অঞ্চলের জলবায়ু একটি নিজস্ব রূপ নেয় এবং পৃথিবীর এক অঞ্চলের জলবায়ু অন্য অঞ্চলের থেকে আলাদা হয়।

0 Comments