প্রিজম বা কোনাে বিচ্ছুরক মাধ্যমের ওপর সাদা আলাে আপতিত হলে মাধ্যম থেকে নির্গমনের পর আলােতে উপস্থিত সমস্ত বর্ণকে আলাদা আলাদা দেখা যায়, অর্থাৎ মাধ্যমটি সাদা আলােকে সাতটি রঙে বিশ্লিষ্ট করে। এই ঘটনার নাম বিচ্ছুরণ।
0 Comments