Ad Code

শীতকালে সুতির কাপড়ের চেয়ে পশমের পােশাক পরলে বেশি গরম বােধ হয় কেন?




Advertisements

 শীতকালে আমরা গরম পােশাক বলে যা পরি তা আসলে গরম নয়, তবে এই পােশাক পরলে শীতের ঠান্ডাতেও গরম অনুভূত হয় তাই একে গরম পােশাক বলে। এই পােশাকগুলি সাধারণত পশমের তৈরি হয়। পশম তাপের কুপরিবাহী। তা ছাড়া পশমের আঁশগুলি আলগাভাবে থাকে বলে ওর ফাঁকে ফাঁকে বেশি বায়ু আটকে থাকে। বায়ুও তাপের কুপরিবাহী, তাই পশমের পােশাকে দেহ ঢেকে রাখলে দেহের তাপ বাইরে বেরিয়ে যেতে পারে না এবং শরীর গরম থাকে। অন্যদিকে, সুতির কাপড়ে আঁশগুলি আলগাভাবে থাকে না, তাই ওর মধ্যে বায়ু আটকে থাকতে পারে না। ফলে সুতির বস্ত্র পরলে দেহের তাপ সহজেই বাইরে বেরিয়ে যায় এবং দেহে ঠান্ডা বােধ হয়।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments