Advertisements
সাদা আলােকরশ্মি যখন বায়ু থেকে কোনাে প্রিজম বা বিচ্ছুরক মাধ্যমে প্রবেশ করে, তখন ওই আলােতে উপস্থিত বিভিন্ন বর্ণের আলাের প্রতিসরাঙ্ক বিভিন্ন হয়। আবার প্রতিসরাঙ্কের ওপরই রশ্মির চ্যুতি নির্ভর করে। যেমন লাল আলাের প্রতিসরাঙ্ক কম, তাই এই আলাের চ্যুতি কম হয়। আবার বেগুনি আলাের প্রতিসরাঙ্ক বেশি, তাই এই আলাে বেশি বাঁকে। ফলে নির্গমন পথে আলাের বিভিন্ন বর্ণগুলিকে আলাদাভাবে দেখা যায়।

0 Comments