Advertisements
ভারতের পূর্ব উপকূলের দক্ষিণাংশের নাম করমণ্ডল উপকূল। বঙ্গাপসাগর-সংলগ্ন অ্ত্র উপকুলের দক্ষিণাংশ ও সমগ্র তামিলনাড়ুর উপকূল নিয়ে গঠিত এই করমণ্ডল উপকূলের প্রকৃত বিস্তৃতি উত্তরে কৃষ্ণা নদীর ব-দ্বীপের দক্ষিণ সীমা থেকে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত। করমণ্ডল উপকূলের সর্বাপেক্ষা উল্লেখযােগ্য অংশ কাবেরী নদীর বদ্বীপ। কৃষি-সমৃদ্ধির জন্য কাবেরী নদীর ব-দ্বীপের আর এক নাম দক্ষিণের শস্যভাণ্ডার'। কাবেরী ছাড়াও পেনার, ভাইগাই প্রভৃতি নদী করমণ্ডল উপকূল অতিক্রম করে বঙ্গোপসাগরে পড়েছে। চেন্নাই ও তুতিকোরিণ বন্দর, পুলিকট হ্রদ, শ্রীহরিকোটা দ্বীপ, পণ্ডিচেরী প্রভৃতি করমণ্ডল উপকূলে অবস্থিত।

0 Comments