Advertisements
আরব সাগর-সংলগ্ন ভারতের পশ্চিম উপকূলীয় সমভূমির দক্ষিণাংশের নাম মালাবার
সমভূমি। কেরালা রাজ্যের অন্তর্গত এই সমভূমিটি প্রায় ৫০০ কিমি. দীর্ঘ। কান্নানােড় থেকে একেবারে দক্ষিণে কন্যাকুমারী পর্যন্ত মালবার উপকূলের সমভূমি বিস্তৃত। উত্তরাংশের কোঙ্কণ সমভূমি বা কর্ণাটক সমভূমির তুলনায় মালাবার সমভূমি যথেষ্ট চওড়া, গড়ে প্রায় ২৫ কিমি.। মালাবার সমভূমির একটি উল্লেখযােগ্য বৈশিষ্ট্য হল এখানকার বড় বড় উপহুদ বা লেগুন। এগুলিকে ব্যাকওয়াটার (backwater)-ও বলে। অবশ্য স্থানীয় অধিবাসীরা এইসব উপহ্রদকে বলে কয়াল'। কোচিন বা কোচির কাছে ৮০ কিমি, দীর্ঘ ভেমবাদনাদ কয়াল এবং কুইলনের কাছে অষ্টমুদি কয়াল এই ধরনের দুটি মনােরম উপহ্রদ। মালাবার সমভূমিতে প্রচুর পরিমাণে এলাচ, লবঙ্গ প্রভৃতি উৎপাদিত হয় এবং এখানেই গড়ে উঠেছে ভারতের অন্যতম প্রধান বন্দর কোচিন বা কোচি।

0 Comments