Advertisements
বঙ্গোপসাগর-সংলগ্ন ভারতের পূর্ব উপকূলের উত্তরাংশের নাম উত্তর সরকার উপকূল। উত্তরে সুবর্ণরেখা নদীর মােহানা থেকে দক্ষিণে কৃষ্ণা নদীর বদ্বীপ পর্যন্ত উত্তর সরকারস্ উপকূলের বিস্তৃতি। অর্থাৎ সমগ্র ওড়িশা উপকূল এবং অন্ধ্র উপকূলের উত্তরাংশ নিয়ে উত্তর সরকারস উপকূল গঠিত। এই উপকূলেই আছে বিখ্যাত চিল্কা ও কোলেরু হ্রদ এবং মহানদী, গােদাবরী ও কৃষ্ণা নদীর ব-দ্বীপ। ব-দ্বীপগুলি কৃষিক্ষেত্র হিসাবে এবং হ্রদগুলি মৎস্য শিকারক্ষেত্র রূপে বিখ্যাত। ভারতের দুটি প্রধান বন্দর পারাদীপ এবং বিশাখাপত্তনম এই উত্তর সরকার উপকূলে অবস্থিত।

0 Comments