কাগজ দিয়ে একটি কাঠের দণ্ড জড়িয়ে আগুনের শিখায় ধরলে কাগজটি তাড়াতাড়ি পুড়ে যায়, কিন্তু একটি ধাতব দণ্ড কাগজ দিয়ে একইরকম ভাবে জড়িয়ে আগুনে ধরলে কিছু সময় পরে কাগজটি পােড়ে কেন?
Advertisements
কাঠ হল তাপের কুপরিবাহী, তাই কাগজে জড়ানাে কাঠের দণ্ডটিকে আগুনের শিখায় ধরলে কাগজ যে তাপ পায় তা কাঠে পরিবাহিত হয় না। এই তাপ কাগজেই থেকে যায় এবং কাগজ তাড়াতাড়ি জ্বলনাঙ্কে পৌছে পুড়ে যায়। অন্যদিকে ধাতব দণ্ডটি তাপের সুপরিবাহী হওয়ায়, কাগজ জড়ানাে দণ্ডটি আগুনে ধরলে কাগজ যে তাপ পায়, তার বেশি অংশ সহজেই ধাতব দণ্ডে পরিবাহিত হয় এবং জ্বলনাঙ্কে পৌছােতে কাগজের বেশ কিছুটা সময় লাগে। তাই কাগজ জড়ানাে ধাতব দণ্ডের ওপরের কাগজ কিছু সময় পরে পােড়ে।
0 Comments