Advertisements
গঙ্গা সমভূমির ভূমিরূপ সমতল হলেও এখানকার বিভিন্ন অংশে বৃষ্টিপাত, তাপমাত্রা, ধিবাসীদের অর্থনৈতিক ক্রিয়াকলাপ ও জীবনযাপন প্রণালীর মধ্যে অনেক পার্থক্য লক্ষ্য করা যায় এবং এই পার্থক্যের ওপর ভিত্তি করে গঙ্গা সমভূমিকে তিনটি ক্ষুদ্রতর বিভাগে ভাগ করা যায়, যথা (ক) উচ্চ গঙ্গা সমভূমি—পশ্চিমে যমুনা নদীর তীর থেকে পূর্বদিকে গঙ্গা-যমুনার মিলনস্থল এলাহাবাদ পর্যন্ত অর্থাৎ উত্তরপ্রদেশের অধিকাংশ সমতল এলাকা নিয়ে এই বিভাগটি গঠিত। (খ) মধ্য গঙ্গা সমভূমি পশ্চিমে এলাহাবাদ থেকে পূর্বে রাজমহল পাহাড় পর্যন্ত মধ্য গঙ্গা সমভূমি। সুতরাং, গঙ্গা সমভূমি-দার্জিলিং জেলার পার্বত্য এলাকা এবং পুরুলিয়া জেলা ছাড়া পশ্চিমবঙ্গের বাকি উত্তরপ্রদেশের সমগ্র পূর্বভাগের সমতলভূমি এবং বিহারের উত্তরাংশ এই বিভাগের অন্তর্গত। (গ) নিম্ন এলাকা নিম্ন গঙ্গা সমভূমির অন্তর্গত।

0 Comments