ডেকান ট্র্যাপ বলতে কী বােঝ? অথবা, দাক্ষিণাত্যের লাভা মালভূমি সম্পর্কে যা জান সংক্ষেপে লেখ।
উত্তর ঃ দাক্ষিণাত্য মালভূমির উত্তর-পশ্চিমাংশ লাভা মালভূমি নামে পরিচিত। এই অঞ্চলটি লাভা-শিলা দ্বারা গঠিত। প্রায় ৬ থেকে ১৩ কোটি বছর আগে ভূ-গর্ভস্থ উত্তপ্ত পদার্থ বা ম্যাগমা ভূ-পৃষ্ঠে কোন বিস্ফোরণ না ঘটিয়ে হাজার হাজার সুড়ঙ্গ বা ফাটলের মধ্যে দিয়ে বেরিয়ে এসে লাভা- প্রবাহরূপে এই অঞ্চলটিকে ঢেকে ফেলে। তারপর ধীরে ধীরে ঠাণ্ডা হয়ে শক্ত ব্যাসল্টট শিলায় পরিণত হয়েছে। তরল লাভা জমাট বেঁধে তৈরি হয়েছে বলে এই অঞ্চলটি সাধারণভাবে সমতল এবং পর্বতের চূড়া বা মাথাগুলি চ্যাপ্টা। লাভা-গঠিত এই মালভূমির আর এক নাম ডেকান ট্র্যাপ। ট্র্যাপ একটি সুইডিশ শব্দ। এর বাংলা প্রতিশব্দ ধাপ' বা 'সিড়ি। সমগ্র মালভূমিটি পশ্চিমদিক থেকে পূর্বদিকে সিড়ির মতাে ধাপে ধাপে নেমে গেছে। এজন্য লাভা মালভূমিকে ডেকান ট্র্যাপও বলে।

0 Comments