Ad Code

মেঘালয় মালভূমির ভূপ্রকৃতি সম্পর্কে সংক্ষেপে আলােচনা কর।




Advertisements

 অসম রাজ্যের দক্ষিণে অবস্থিত মেঘালয় মালভূমিটি ছােটনাগপুর মালভূমির মতাে প্রাচীন শিলা দ্বারা গঠিত। একসময় এই মালভূমিটি ছােটনাগপুর মালভূমির সঙ্গেই যুক্ত ছিল। বহু কোটি বছর আগে প্রবল ভূ-আলােড়নের ফলে মেঘালয় মালভূমি ছােটনাগপুর মালভূমি থেকে আলাদা হয়ে যায় এবং উভয়ের মাঝখানের অবনমিত ভূমিতে পরবর্তীকালে সৃষ্টি হয় গঙ্গা ব-দ্বীপ। বর্তমানে মেঘালয় মালভূমির ওপর কয়েকটি পাহাড় আছে, এর মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযােগ্য পূর্বাংশের মিকির পাহাড়, পশ্চিমাংশের গারাে পাহাড় এবং মধ্যাংশের খাসি-জয়ন্তিয়া পাহাড়। মধ্যভাগে অবস্থিত শিলং-চেরাপুঞ্জি এলাকা এই মালভূমির সবচেয়ে উঁচু অংশ, গড় উচ্চতা প্রায় ১,৫०০ মিটার। এখানকার সর্বোচ্চ শৃঙ্গের নাম শিলং।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments