Advertisements
অসম রাজ্যের দক্ষিণে অবস্থিত মেঘালয় মালভূমিটি ছােটনাগপুর মালভূমির মতাে প্রাচীন শিলা দ্বারা গঠিত। একসময় এই মালভূমিটি ছােটনাগপুর মালভূমির সঙ্গেই যুক্ত ছিল। বহু কোটি বছর আগে প্রবল ভূ-আলােড়নের ফলে মেঘালয় মালভূমি ছােটনাগপুর মালভূমি থেকে আলাদা হয়ে যায় এবং উভয়ের মাঝখানের অবনমিত ভূমিতে পরবর্তীকালে সৃষ্টি হয় গঙ্গা ব-দ্বীপ। বর্তমানে মেঘালয় মালভূমির ওপর কয়েকটি পাহাড় আছে, এর মধ্যে সর্বাপেক্ষা উল্লেখযােগ্য পূর্বাংশের মিকির পাহাড়, পশ্চিমাংশের গারাে পাহাড় এবং মধ্যাংশের খাসি-জয়ন্তিয়া পাহাড়। মধ্যভাগে অবস্থিত শিলং-চেরাপুঞ্জি এলাকা এই মালভূমির সবচেয়ে উঁচু অংশ, গড় উচ্চতা প্রায় ১,৫०০ মিটার। এখানকার সর্বোচ্চ শৃঙ্গের নাম শিলং।

0 Comments