Advertisements
রাসায়নিক সমীকরণ থেকে রাসায়নিক বিক্রিয়ার গুণগত ও পরিমাণগত অনেক তথ্য পাওয়া যায়।
গুণগত তথ্য : রাসায়নিক বিক্রিয়ায় কী কী বিক্রিয়ক পদার্থ বিক্রিয়া করে কী কী বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে তাদের নাম জানা যায়।
পরিমাণগত তথ্য :
- বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলির অণু ও পরমাণুর সংখ্যা জানা যায়।
- কতভাগ ওজনের বিক্রিয়ক পদার্থ পরস্পরের সঙ্গে বিক্রিয়া করে কতভাগ ওজনের বিক্রিয়াজাত পদার্থ উৎপন্ন করে, তা জানা যায়। অর্থাৎ বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলির ওজনগত সম্পর্ক জানা যায়।
- বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলি গ্যাসীয় হলে একই চাপ ও উম্নতায় এদের আয়তনের অনুপাত জানা যায়।

0 Comments