Ad Code

রাসায়নিক সমীকরণ লেখার পদ্ধতি আলােচনা করাে।




Advertisements

 রাসায়নিক সমীকরণ লেখার পদ্ধতি :

  •  প্রথমে বিক্রিয়ক পদার্থগুলির অণুর সংকেত বামদিকে ও বিক্রিয়াজাত পদার্থগুলির অণুর সংকেত ডানদিকে লিখে মাঝখানে একটি তির চিহ্ন (->) দেওয়া হয়। 
  • বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থের সংখ্যা একাধিক হলে ওদের সংকেতগুলির মধ্যে (+) চিহ্ন দিতে হয়।
  •  সমীকরণে তির চিহ্নের উভয়দিকে প্রতি মৌলের পরমাণু সংখ্যা সমান রাখা প্রয়ােজন। এজন্য বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলির অণুর সংখ্যা বাড়িয়ে বা কমিয়ে উভয়দিকে প্রতিটি মৌলের পরমাণুর সংখ্যা সমান করা হয়। এই অবস্থায় রাসায়নিক সমীকরণ সমতাযুক্ত হয়। 
  • এভাবে সমীকরণটির সমতা আনার পর সমতাযুক্ত সমীকরণটিতে (->) চিহ্নের পরিবর্তে (=) চিহ্ন দিয়ে সমীকরণ লেখা সম্পূর্ণ করা হয়।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments