Advertisements
রাসায়নিক সমীকরণের সীমাবদ্ধতাগুলি হল:
- বিক্রিয়ক ও বিক্রিয়াজাত পদার্থগুলির ভৌত অবস্থা অর্থাৎ পদার্থগুলি কঠিন, তরল না গ্যাসীয় তা জানা যায় না।
- বিক্রিয়াটি কোন শর্তে ঘটে অর্থাৎ বিক্রিয়াটি ঘটার জন্য বাইরে থেকে চাপ, তাপ, অনুঘটকের প্রয়ােজন আছে। কিনা তা জানা যায় না।
- বিক্রিয়াটি তাপমােচী না তাপগ্রাহী তা সমীকরণ থেকে জানা যায় না।
- বিক্রিয়াটি একমুখী না উভমুখী তা সমীকরণ থেকে জানা যায় না।
- বিক্রিয়াটির গতিবেগ বা বিক্রিয়াটি সম্পূর্ণ হতে কত সময়ের প্রয়ােজন, তা সমীকরণ থেকে জানা যায় না।

0 Comments