Advertisements
উত্তর : এ ভূ-গর্ভস্থ উত্তপ্ত আগ্নেয় পদার্থসমূহ বা উত্তপ্ত তরল শিলাতে জমাট বেঁধে সৃষ্টি হয় বলে আগ্নেয় শিলার কতকগুলি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়(১) আগ্নেয় শিলার উপাদানগুলি বা খনিজের কণাগুলি পরস্পরের সঙ্গে অত্যন্ত ঘনভাবে বিন্যস্ত থাকে। (২) বিশৃলভাবে বিভিন্ন আকৃতি ও আয়তনের কেলাস নিয়ে এই শিলা গঠিত হয়। তাই অনেক সময় এগুলি স্বচ্ছ কাচের মতাে বা স্ফটিকাকার হয়। (৩) অত্যন্ত কঠিন, ভারী এবং সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। (৪) শিলার স্তরবিন্যাস থাকে না। (৫) এতে কোন জীবাশও থাকে না। (৬) অনেক সময় অন্য কোন স্থানীয় শিলার মধ্যে শিরা-উপশিরার আকারে গ্রথিত থাকতেও দেখা যায়। (৭) বিভিন্ন প্রকার ধাতব খনিজ প্রব, যেমন আকরিক লােহা, তামা, রূপা, সােনা প্রভৃতি এই শিলার মধ্যে পাওয়া যায়।

0 Comments