উত্তর : ভূ-ত্বকে ও ভূ-পৃষ্ঠে উত্তপ্ত আগ্নেয় পদার্থ, যেমনম্যাগমা ও লাভা জমাট বেঁধে যে শিলার সৃষ্টি হয়েছে, তাকে বলে আগ্নেয় শিলা। পৃথিবী সৃষ্টির আদি পর্যায়ে গলিত পদার্থসমূহ ধীরে ধীরে তাপ বিকিরণ করে ঠাণ্ডা হয় এবং জমাট বেঁধে আগ্নেয় শিলার সৃষ্টি করে। পরবর্তীকালে ভূ-ত্বকের ছােট-বড় ফাটল বা আগ্নেয়গিরির মুখ দিয়ে উত্তপ্ত তরল পদার্থ বেরিয়ে এসেও ভূ-পৃষ্ঠে জমা হয় এবং কালক্রমে ঠা্ডা ও শক্ত হয়ে আয়ে শিলা সৃষ্টি হয়। দুটি গুরুত্বপূর্ণ আগনেয় শিলা হলগ্রানাইট ও ব্যাসল্ট। ভূ-ত্বকে সর্বপ্রথম আগ্নেয় শিলার সৃষ্টি হয় বলে এর আর এক নাম প্রাথমিক শিলা। এছাড়া আগ্নেয় শিলার মধ্যে কোনও স্রভাগ বা স্তরবিন্যাস থাকে না বলে একে অন্তরীভূত শিলাও বলা হয়। উৎপত্তির পার্থক্য অনুসারে আগ্নেয় শিলাকে দুটি শ্রেণীতে ভাগ করা যায়--ক) নিঃসারী শিলা, যেমন—ব্যাসল্ট এবং (খ) উদবেধী শিলা, যেমন—গ্রানাইট।

0 Comments