Advertisements
উত্তর: ভারতের অন্যতম ভূ-প্রাকৃতিক বিভাগ গঙ্গা সমভূমি। এই সমভূমি অঞ্চলের উত্তর প্রান্তের ভূমির নাম ভার। এলাকাটি হিমালয়ের পাদদেশে অবস্থিত। তাই এখানকার মাটি বালি ও নুড়িপূর্ণ এবং সচ্ছিদ্র। হিমালয়ের খরস্রোতা নদীগুলি নুড়ি, বালি, কাকর প্রভৃতি বয়ে এনে এই ভূমি গঠন করেছে। এখানকার ভূমি সচ্ছিদ্র বলে হিমালয় থেকে আসা ছােট ছােট নদী এই অঞ্চলে এসে -গর্ভস্থ হয়ে যায় এবং কিছুটা দক্ষিণে তরাই অঞ্চলে ধারার মতাে আত্মপ্রকাশ করে।

0 Comments