Advertisements
উত্তর: ভারতে গঙ্গা সমভূমির উত্তরাংশ তরাই অঞ্চল নামে পরিচিত। হিমালয়ের পাদদেশে নুড়ি ও বালিপূর্ণ যে ভাবর অঞ্চল আছে তার ঠিক দক্ষিণে এই তরাই অঞ্চল অবস্থিত। এখানকার ভূমিতেও যথেষ্ট পরিমাণে নুড়ি ও বালি মিশে থাকে। উত্তরের ভার অঞ্চলে যেসব নদী নুড়ি কাকর ভুপের মধ্যে হারিয়ে যায় সেগুলি তরাই অঞ্চলে ফখুধারার মতাে আত্মপ্রকাশ করে। এজন্য এখানে বহু জলাভূমির সৃষ্টি হয়েছে এবং নদীগুলিতেও বন্যার প্রকোপ দেখা যায়। জলের অভাব হয় না বলে এখানকার মাটি যথেষ্ট আর্দ্র। তাছাড়া হিমালয়ের পাদদেশভূমি হওয়ায় বৃষ্টিপাতও হয় বেশি। তাই সমগ্র তরাই অঞ্চলেই গভীর বনভূমির সৃষ্টি হয়েছে।

0 Comments