Advertisements
উত্তর ভারতে গঙ্গা সমভূমি অঞ্চলের অধিকাংশ এলাকাই পলিগঠিত। গঙ্গা এবং তার বিভিন্ন উপনদীবাহিত পলি ধীরে ধীরে সঞ্চিত হয়ে এই সমভূমির সৃষ্টি হয়েছে। এর মধ্যে যেসব এলাকা নতুন পলিগঠিত সেগুলিকে বলে খাদর। আর যেসব স্থান প্রাচীন পলিগঠিত তাদের বলে ভাঙ্গর। এজন্য নদীতীরবর্তী এলাকায় খাদর ভূমি এবং নদী থেকে যথেষ্ট দুরে ভাঙ্গর' ভূমি দেখা যায়। নতুন পলিগঠিত বলে ভাঙ্গরের তুলনায় খাদর বেশি উর্বর হয়।

0 Comments