Ad Code

নেহেরু যুগ কী?




Advertisements

 অষ্ট্রিয়ার প্রধান ও পররাষ্ট্র মন্ত্রি প্রিন্স মেটারনিক যেমন ইউরােপীয় রাজনীতিতে প্রভূত্ব বিস্তার করেছিলেন এবং নিজ স্বার্থে ইউরােপীয় রাজনীতিকে পরিচালনা করেছিলেন, তার ফলে ইউরােপে মেটারনিক যুগ নামে একটা সময়কাল চিহ্নিত হয়। ঠিক তেমনভাবে তুলনীয় না হলেও ভারতের প্রধানমন্ত্রি জওহরলাল নেহেরু প্রবল ব্যক্তিত্ব, অগাধ পন্ডিত্য, বিভিন্ন পরিকল্পনায় বিশেষতঃ অর্থনৈতিক পরিকল্পনায় অগ্রনী চিন্তাধারা, নির্জোট আন্দোলন প্রভৃতির দ্বারা আভ্যন্তরীণ ও আন্তর্জাতিক ক্ষেত্রে প্রভূত খ্যাতি অর্জন করেন। অর্ন্তবর্তী সরকারের প্রধানমন্ত্রিত্বের সময় (১৯৪৬)খ্রিঃ থেকে জওহরলাল নেহেরুর মৃত্যুকাল (১৯৬৪) খ্রিঃ পর্যন্ত সময়কালকে ভারত ইতিহাসে নেহেরু যুগ বলে।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments