ভারত বিভাগের আগে ব্রিটিশ ভারতের দেশীয় রাজ্য (Princely States) গুলিকে নিয়ে এক সমস্যা সৃষ্টি হয়। প্রস্তাবিত
ভারত ইউনিয়ন বা পাকিস্তানে যােগদান দেশীয় রাজ্যগুলির স্বেচ্ছাধীন ছিল। ভারতের কাথিয়াবাড় উপদ্বীপে অবস্থিত জুনাগড় হিন্দু অধ্যুষিত হলেও মুসলিম নবাব ও তাঁর দেওয়ানের প্রভাবে জুনাগড় পাকিস্তানে যােগ দেয়। ফলে এক সমস্যার সৃষ্টি হয়, যা জুনাগড় সমস্যা নামে পরিচিত।
জুনাগড়ের নবাবের সিদ্ধান্তকে পাকিস্তান সরকার স্বাগত জানালেও হিন্দু অধ্যুষিত জুনাগড়ে বিক্ষোভ শুরু হয়। সামাল দাস গান্ধি বিক্ষোভে নেতৃত্ব দেন। প্যাটেল, জওহর লাল নেহেরু বিক্ষুষ্ধ জনগণকে সমর্থন জানান। জুনাগড়ে বিক্ষোভ দমনও আইন শৃঙ্খলা রক্ষায় প্রশাসন সচেষ্ট হলে ভারতীয় সেনাবাহিনী জুনাগড়ের বিরুদ্ধে অভিযান শুরু করে। আক্রমন প্রতিরােধে অসমর্থ হলে জুনাগড় আত্মসমর্পন করে। নবাব পাকিস্তানে আশ্রয় নেন। গণভােট দ্বারা জুনাগড় ভারতের অন্তর্ভূক্ত হয় (১৯৪৮)।

0 Comments