উত্তর : ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে যে সমস্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেগুলি ছিল সীমিত পর্যায়ের। অর্থাৎ মুষ্ঠিমেয় ব্যক্তি ভােটাধিকারী ছিলেন, তাদের ভােটে প্রতিনিধিরা নির্বাচিত হতেন, প্রাপ্ত বয়স্ক ভােটাধিকার তখন ছিল না। স্বাধীনতা লাভের পর ভারতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। গণতন্ত্রের অন্যতম প্রধান শর্ত হল প্রাপ্ত বয়স্কের সার্বজনীন ভােটাধিকার। তাই সদ্য স্বাধীন ভারতবর্ষের প্রাপ্ত বয়স্কদের সার্বজনীন ভােটাধিকার দেওয়া হয়।
১৯৫২ খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সাধারণ নির্বাচন ছিল ভারতের ইতিহাসে প্রথম সার্বজনীন ভােটাধিকারের ভিত্তিতে অনুষ্ঠিত নির্বাচন। নির্বাচনে কংগ্রেস দল গরিষ্ঠতা লাভ করলেও কমিউনিষ্টরা দ্বিতীয় এবং সােসালিষ্ট দল তৃতীয় পর্যায়ে থাকে। সংখ্যায় কম হলেও বিরােধী দল জাতীয় সংসদ বা পার্লামেন্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারতে গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠায় ও গণতান্ত্রিক ব্যবস্থার বিকাশে তাই প্রথম সাধারণ নির্বাচন ছিল গুরুত্বপূর্ণ।

0 Comments