Ad Code

অংশীদারী কারবারের প্রয়োজনীয় তথ্যপঞ্জি




Advertisements

১) দুই বা ততোধিক ব্যক্তি তাদের নিজ নিজ মূলধন দিয়ে একসজে যাদ কোনাে ব্যাবসা শুরু করে, তবে সেই ব্যবসায় অংশীদারি কারবার বা যৌথ ব্যাবসা বলে।

2) যে সব ব্যক্তির মূলধনে এই ব্যাবসা চলে তাদেরকে ও বাবসায়ের অংশীদার (partner) বলে।

3). অংশীদারী সবসম্মত চুক্তি অনুযায়ী লভ্যাংশ ভাগ করে নিতে পারেন। 4 অংশীদারি কারবারে চুক্তিতে লাভ বা ক্ষতি বন্টনের কোনো সুনির্দিষ্ট নীতি উল্লেখ না থাকলে লাভ বা ক্ষতি সমভিত্তিক মূলধনের অনুপাতে বেষ্টিত হয়ে থাকে।

5)  অংশীদারি কারবার দুই ধরনের হয়। যথা—সরল অংশীদারি কারবার মিত্র বা যৌ কি অংশীদারি কারবার।

(i) সরল অংশীদারি কারবার: যদি অংশীদারদের সকলে একই সময়ের জন্য মূলধন গচ্ছিত রাখে তাহলে সেই অংশীদারি ব্যাবসাকে সরল অংশীদারি কারবার বলে। (ii) মিশ্র বা যৌগিক অংশীদারি কারবার: যদি অংশীদারদের প্রত্যেকে আলাদা আলাদা সময়ের জন্য তাদের মূলধন ব্যবসায় বিনিয়োগ করে তাহলে সেই অংশীদারি ব্যাবসাকে মিশ্র বা যৌগিক অংশীদারি কারবার বলে।

 6. মিশ্র অংশীদারি কারবারে প্রত্যেক অংশীদারের নিজস্ব মূলধন ও সময়ের সাংখ্যমানের গুণফলের অনুপাতে অংশীদারদের মধ্যে লভ্যাংশ বণ্টন করা হয়।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments