Advertisements
উত্তর : ভারতীয় রাজনীতিকদের সঙ্গে দীর্ঘ আলােচনার পর ষ্ট্যাফোর্ড ক্রিপস প্রস্তাব দেন, (১) দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ভারতকে ডােমিনিয়নের পূর্ণ মর্যাদা দেওয়া হবে, (২) ভারতের ভবিষ্যৎ সংবিধান রচনার জন্য ভারতীয় প্রতিনিধিদের নিয়ে একটি গণ পরিষদ (Constituent Assembly) গঠন করা হবে, (৩) ভারতের কোনাে প্রদেশ ভারত ইউনিয়ন থেকে বিচ্ছিন্ন থাকতে চাইলে, তার স্বাতন্ত্র স্বীকার করা হবে, (৪) নতুন সংবিধান অগ্রাহ্য করার অধিকার প্রদেশের থাকবে, (৫) বড়লাটের কার্যনির্বাহী পরিষদে আরাে বেশি ভারতীয় থাকবে, (৬) সংখ্যালঘুদের সংরক্ষণ বজায় থাকবে, (৭) যুদ্ধকালীন ভারতের নিরাপত্তা ব্রিটিশের দায়িত্বে থাকবে, (৮) যুদ্ধে ভারতের সম্পদ ব্যবহৃত হবে। এগুলিই ক্রিপস প্রস্তাবের অন্তর্ভুক্ত ছিল।

0 Comments