Advertisements
পৃথিবীর পরিক্রমণ গতি এবং পরিক্রমণ কালে পৃথিবীর মেরুরেখার কক্ষতলের সঙ্গে ৬৬ ১/২° কোণে অবস্থান—প্রধানত এই দুটি কারণে বছরের বিভিন্ন সময়ে ভূ-পূষ্ঠের সর্বত্র দিন-রাত্রির দৈর্ঘ্যের হ্রাস-বৃদ্ধি হয়। কিন্তু, একমাত্র ব্যতিক্রম বিষুবরেখা অঞ্চল। এখানে সারা বছরই ১২ ঘণ্টা দিন ও ১২ ঘণ্টা রাত্রি হয়। পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে ৬৬ ১/2° কোণে হেলে আছে বলেই সারা বছরই পৃথিবীর কেন্দ্র এবং ছায়াবৃত্তের কেন্দ্র একই থাকে এবং ছায়াবৃত্ত বিমুবরেখাকে বছরের প্রতিটি দিনই দুটি সমান ভাগে ভাগ করে। এর ফলে বিষুবরেখায় সারা বছরই মধ্যাহ্ন সূর্যরশ্ম প্রায় লম্বভাবে পড়ে এবং দিন-রাত্রির দৈর্ঘ্যও সমান থাকে। যেহেতু বিষুবরেখা অঞ্চলে সারা বছর মধ্যাহ্ সূর্যরশ্মি লম্বভাবে পতিত হয়, তাই এখানে বছরের সবসময়ই গরম, অন্য কোন ঋতু বা ঋতু পরিবর্তন দেখা যায় না।

0 Comments