Advertisements
নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ সবচেয়ে বেশি এবং দুই মেরুর দিকে ক্রমশ কম। এজন্য উত্তর গােলার্ধের যেকোন অঞ্চল থেকে কোন বাতাস দক্ষিণে নিরক্ষরেখার দিকে প্রবাহিত হলে ঐ বাতাসের আবর্তনের গতিবেগ নিরক্ষরেখার তুলনায় স্বাভাবিকভাবে একটু কম থাকে। অথচ ३ বায়ু পূর্বেকার অঞ্চলের গতিবেগ বজায় রাখতে চেষ্টা করে, ফলে গতিবিক্ষেপ হয়। এজন্য বায়ু লঘিমারেখা বরাবর সােজাসুজি প্রবাহিত না হয়ে একটু ডানদিকে বেঁকে যায়। একই কারণে নিরক্ষরেথা খকে ক্রমশ উত্তরদিকে প্রবাহিত বায়ুও ডানদিকে বেঁকে যায় এবং দক্ষিণ গােলার্ধে দক্ষিণ থেকে উত্তর বা উত্তর থেকে দক্ষিণে বায়ু প্রবাহিত হওয়ার সময় বাঁদিকে বেঁকে যায়। উদাহরণ—নিরক্ষীয় স্ত বলয়ের দিকে প্রবাহিত আয়ন বায়ু উত্তর গােলার্ধে ডানদিকে বেঁকে উত্তর-পূর্ব আয়ন বায়ু নামে বাহিত হয়।

0 Comments