নিরক্ষরেখা থেকে পৃথিবীর কেন্দ্রবিন্দুর দিকে গেলে পৃথিবীর মধ্যভাগ বরাবর যে একটি তল পাওয়া যায়, তাকেই নিরক্ষীয় তল বলে। নিরক্ষীয় তল পৃথিবীকে দুটি সমান গােলার্ধে ভাগ করে—উত্তর গােলার্ধ এবং দক্ষিণ গােলার্ধ।
0 Comments