Advertisements
উত্তরঃ সাগর-মহাসাগরের জল নিয়মিতভাবে নির্দিষ্ট সময় অন্তর এক জায়গায় শীত হয় বা ফুলে ওঠে এবং অন্য জায়গায় অবনমিত হয় বা নেমে যায়। জলের এই ফুলে ওঠা বা স্ফীতিকে বলে জোয়ার এবং নেমে যাওয়া বা অবনমনকে বলে ভাটা। প্রধানত চন্দ্রের আকর্ষণ এবং কিছুটা সুর্যের আকর্ষণ ও পৃথিবীর আবর্তনজনিত কেন্দ্রাতিগ বলের প্রভাবে সাগর-মহাসাগরের জলরাশিতে এই জোয়ার-ভাটা সৃষ্টি হয়।

0 Comments