Advertisements
উত্তরঃ ১৮০০ খ্রিস্টাব্দে মাসরকার আফিম আমদানি নিষিদ্ধ করলেও চিনে ইংরেজ বণিকদের দ্বারা বেআইনিভাবে চোরাই অভ্যন্ত হয়ে পড়ে। এমতাবস্থায় ১৮৩৯ খ্রিস্টাব্দে মা আধিকারিক লিন-সে-সু আফিম চোরাচালানের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিলে আফিম আমদানি অব্যাহত থাকে। এতে চিন সরকার প্রাপ্য বাণিজ্য শুল্ক থেকে বঞ্চিত হয়। তাছাড়া চিন দেশের লােকেরা আফিং সেবনে ১৮৪০ খ্রিস্টাব্দে ব্রিটেনের সঙ্গে চিনের প্রথম আফিম যুদ্ধ হয়।

0 Comments