Advertisements
উত্তর : এ পৃথিবীর প্রতিটি স্থানই ২৪ ঘণ্টায় একবার চাদের সামনে আসে। যে স্থান যখন চাঁদের সামনে আসে সেখানে মুখ্য জোয়ার এবং তার প্রতিপাদ স্থানে বা উল্টোদিকের স্থানটিতে গৌণ জোয়ার এবং এর সমকোণে অবস্থিত স্থানে ভাটা হয়। যখন কোন স্থানে মুখ্য জোয়ার হয়, তার বিপরীত দিকে স্থানটিতে ১২ ঘণ্টা পরে মুখ্য জোয়ার হয় এবং ঐ ১২ ঘণ্টা পরে প্রথম স্থানটি চাদের বিপরীতে অবস্থান করে বলে সেখানে গৌণ জোয়ার হয়। সুতরাং, ২৪ ঘণ্টায় একই স্থানে দুবার জোয়ার (একবার মুখ্য জোয়ার এবং একবার গৌণ জোয়ার) ও দুবার ভাটা হয় এবং প্রতিটি জোয়ার ও ভাটার স্থিতিকাল হয় ৬ ঘণ্টা।

0 Comments