Advertisements
উত্তরঃ মাও-সে-তুং শানসিতে একটি প্রায় স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেন এবং এর রাজধানী হয় সিয়াং-ফু। চিয়াং-কাই-শেক কমিউনিস্টদের দমনের জন্য শানসি প্রদেশে সৈন্য পাঠান। ১৯৩৬ খ্রিস্টাব্দে চিয়াং নিজেই সিয়াং-ফু-তে এলে কমিউনিস্ট নেতা চ্যাং শিউলিয়াং তাকে অপহরণ করেন (১২ ডিসেম্বর ১৯৩৬)। অবশেষে রুশ হস্তক্ষেপের পর তিনি মুক্তি পান (২৫ ডিসেম্বর) এবং কমিউনিস্টদের সঙ্গে যৌথভাবে জাপানি আক্রমণের মােকাবিলায় সম্মত হন। এই ঘটনা 'সিয়াং-ফু ঘটনা' নামে খ্যাত।

0 Comments