Advertisements
উত্তরঃ তাইপিং বিদ্রোহ স্থায়ী কোনাে সুফল দিতে পারেনি সত্য, কিন্তু তাইপিং বিদ্রোহ ছিল চিনের প্রথম গণতান্ত্রিক যুদ্ধ। মা বংশ যে অভ্যন্তরীণ ক্ষেত্রে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ব্যর্থ হয়েছে তা এই বিপ্লবের মাধ্যমে পরিস্ফুট হয়ে উঠে। এই বিপ্লব যেমন ছিল সামন্ততান্ত্রিক ধ্যানধারণার বিরুদ্ধে জেহাদ ঘােষণা, তেমনি বৈদেশিক হস্তক্ষেপের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ। পরবর্তীকালে সান-ইয়াৎ-সেন ও মাও-সে-তুং-এই বিদ্রোহের দ্বারা গভীর ভাবে প্রভাবিত হয়েছিলেন। অনেকে তাইপিং বিদ্রোহকে চিনে কমিউনিস্ট আন্দোলনের প্রভাত রশ্মি বলে মনে করেন।

0 Comments