Advertisements
উত্তরঃ চিয়াং-কাইশেক প্রথমে জাতীয়তাবাদী ছিলেন কিন্তু ক্রমান্বয়ে তিনি স্বৈরাচারী হয়ে ওঠেন। কমিউনিস্টদের ক্ষমতা বিস্তারের ফলে তিনি আতঙ্কিত হয়ে ওঠেন। তাই যেসব অঞ্চলে কমিউনিস্টরা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করেছিল, সেইসব অঞ্চলের মানুষের ওপর চিয়াং অসহনীয় অত্যাচার শুরু করে দেন। এই অত্যাচারের হাত থেকে মুক্ত হয়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশ্যে মাও-সে-তুং-এর নেতৃত্বে ১ লক্ষ মানুষ দক্ষিণ চিন থেকে পায়ে হেঁটে ৬০০০ মাইল উত্তর-পশ্চিম চিনের পর্বতসংকুল শানসি প্রদেশে আশ্রয় নেন। চিনের ইতিহাসে এটিই বিখ্যাত ‘লং মার্চ', বা 'দীর্ঘ পদযাত্রা', নামে পরিচিত। এই যাত্রা শুরু হয়েছিল ১৯৩৪ খ্রিঃ ১৬ই অক্টোবর এবং তা শেষ হয় ১৯৩৫ খ্রি. ২০ শে অক্টোবর।

0 Comments