Advertisements
উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপান ভারত আক্রমণ করলে ভারতে ব্রিটিশ সাম্রাজ্যের নিরাপত্তা বিপন্ন হয়ে ওঠে। জাপানী আক্রমণ প্রতিরােধের জন্য ব্রিটিশ মন্ত্রিসভার একজন সদস্য স্যার ষ্ট্যাফোর্ড ক্রিপস ভারতীয় জনগণের সহযােগিতা লাভের জন্য ভারতে আসেন। জাপানী আক্রমণ এবং ভারতের রাজনৈতিক সমস্যা বিষয়ে ভারতীয় রাজনীতিকদের সঙ্গে দীর্ঘ আলােচনা করেন। আলােচনা শেষে একগুচ্ছ প্রস্তাব দেন তাই ক্রিপস প্রস্তাব নামে পরিচিত।

0 Comments