Advertisements
দ্রাঘিমারেখার পরিবর্তনের সঙ্গে সঙ্গে স্থানীয় সময়ের পরিবর্তন হয় বলে একই দেশের বিভিন্ন অংশে (যেহেতু একটি দেশের ওপর দিয়ে অনেকগুলি দ্রাঘিমারেখা বিস্তৃত থাকে) নানারকম
স্থানীয় সময় দেখা যায়। একটি দেশের মধ্যেই বিভিন্ন স্থানীয় সময় অনুসারে কাজকর্ম করা হলে রেল, বিমান, ডাক-তার প্রভৃতি বিভাগের কাজ চালাতে খুবই অসুবিধা হয়। এই অসুবিধা দূর করার জন্য প্রতিটি দেশেই একটি মধ্যবর্তী দ্রাঘিমারেখাকে প্রামাণ্য দ্রাঘিমা হিসাবে বেছে নিয়ে সেই দ্রাঘিমার স্থানীয় সময় অনুসারে সমগ্র দেশের কাজকর্ম চলে। দেশের মধ্যবর্তী ঐ নির্দিষ্ট দ্রাঘিমারেখার স্থানীয় সময়কে বলে ঐ দেশের প্রমাণ সময় বা প্রমাণ কাল।
0 Comments