Advertisements
উত্তর : Ante Meridian এবং Post Meridian শব্দ দুটিকে সংক্ষেপে বলে A.M. এবং P.M.। কোন জায়গায় রাত্রি ১২টার পর (১২-০১) থেকে দুপুর ১২টার পূর্বমুহূর্ত পর্যন্ত সময়কে Ante Meridian বা A.M. এবং দুপুর ১২টার পর (১২:০১) থেকে রাত্রি ১২টার পূর্বমুহূর্ত পর্যন্ত সময়কে Post Meridian বা P.M. বলে। এখানে Ante' কথাটির অর্থ Before' বা আগে এবং "Post' কথাটির অর্থ After' বা পরে। অর্থাৎ ঐ জায়গাটির দ্রাঘিমা বা Meridian এর ওপর সূর্য পৌঁছানাের আগের সময় বােঝাতে Ante Meridian এবং সূর্য পৌঁছানাের পরের সময় বােঝাতে Post Meridian ব্যবহার করা হয়। আর, মধ্যরাত্রি (রাত্রি ১২টা) ও মধ্যাহ্নের (দুপুর ১২টা) সময়কে
A.M. বা P.M. না বলে যথাক্রমে মধ্যরাত্রি ১২টা (12-00 midnight) এবং মধ্যাহ্ন ১২টা (12-00 noon) বলা হয়।
0 Comments