Advertisements
গ্রীনিচ সময় বলতে কী বােঝ?
অথবা, Greenwich Mean Time (G.M.T.) কী?
অথবা, পৃথিবীর প্রমাণ সময় কাকে বলে?
উত্তর : বিভিন্ন দেশের প্রমাণ সময় আলাদা। এজন্য বিভিন্ন দেশের সময়ের মধ্যে অনেক পার্থক্য হয়। এই অসুবিধা দূর করার জন্য মূল মধ্যরেখার (০°) স্থানীয় সময়কে সারা পৃথিবীর প্রমাণ সময় হিসাবে ধরা হয়। মূল মধ্যরেখা লন্ডনের কাছে অবস্থিত গ্রীনিচ মানমন্দিরের ওপর দিয়ে প্রসারিত হয়েছে বলে মূল মধ্যরেখার সময়কে গ্রীনিচ সময় বা Greenwich Mean Time (সংক্ষেপে GM.T.) বলা হয় এবং যেহেতু আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে গ্রীনিচ সময় ব্যবহার করা হয়, তাই একে পৃথিবীর প্রমাণ সময় বলা হয়।
0 Comments