Advertisements
উত্তর ও ভারতের আদিবাসী জনগােষ্ঠীর একটি সম্প্রদায় হল ভারালিস বা ওয়ারলি।
বিভিন্ন কারণে তারা বিদ্রোহ করে। কারণগুলি মধ্যে উল্লেখযােগ্য ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধ ভারতীয় কৃষি অর্থনীতিতে যে সংকট সৃষ্টি করে, তার অভিঘাত আসে কৃষক শ্রেণির উপর! ঠিকাদার, মহাজন, জমিদার, ধনী কৃষকদের শােষণ, উৎপীড়ন ভারলিসদের জীবন অতিষ্ঠ করে তােলে। এর প্রতিবাদে ১৯৪৫ খ্রিস্টাব্দে শ্যামরাও, দালাভী, গােদাবরী পারুলেকার এর মতাে কমিউনিষ্ট নেতাদের নেতৃত্বে বোম্বাই (অধুনা মুম্বাই) এর দহনু - উমবর গাঁ তালুকে ভারলিসরা প্রায় দুইমাস ধর্মঘট করে। হত্যাকান্ডের মাধ্যমে বিদ্রোহ দমন করা হলেও ভারলিসদের দাবী কিছুটা পূরণ হয়। এই অঞ্চল থেকে দীর্ঘদিনের প্রচলিত ভূমিদাস, কণদাস, বেগার শ্রম, চড়াসুদ প্রভৃতি প্রথার অবসান ঘটে।

0 Comments