নির্দিষ্ট ওজনের বিক্রিয়াজাত দ্রব্য পেতে কত ওজনের বিক্রিয়ক প্রয়ােজন হয় অথবা নির্দিষ্ট ওজনের বিক্রিয়ক থেকে কত ওজনের বিক্রিয়াজাত পদার্থ পাওয়া যায় এসব বিষয়ের গণনাকে ভর-ভর (বা ওজন ওজন) সংক্রান্ত গণনা বলে।
0 Comments