Ad Code

আজাদ হিন্দ ফৌজের কোন কোন সেনাপতির বিচার হয়? এর প্রতিক্রিয়া কী ছিল?




Advertisements

 উত্তর: আজাদ হিন্দ ফৌজের তিনজন সেনাপতির (শাহনওয়াজ খান মুসলিম, পি.কে.সেহগল হিন্দু, গুরবক্স সিং ধীলন – শিখ) দিল্লীর ঐতিহাসিক লালকেল্লায় বিচারের ব্যবস্থা হয়। বিচার শুরু হয় ৫ই নভেম্বর ১৯৪৫ খ্রিস্টাব্দে। এই বিচারের প্রতিবাদে আজাদ হিন্দ দিবস’ পালিত হয় (১২ নভেম্বর) ছাত্ররা (ফরওয়ার্ড ব্লক, লীগ, কংগ্রেস, কমিউনিস্ট) ধর্মঘট ও সমাবেশ করে। পরিস্থিতি নিয়ন্ত্রনের বাইরে চলে গেলে পুলিশ গুলি চালায়। তার ফলে ১ জন হিন্দু ও একজন মুসলিম ছাত্র মারা যায়।

এই হত্যাকান্ডের প্রতিক্রিয়ায় দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়। ট্রাম, ট্যাক্সি, শিল্প ধর্মঘট হয়। জনতা-পুলিশ সংঘর্ষে ৩৩ জন নিহত হয় ও আহতের সংখ্যা ছিল ২০০ জন। জনতা, পুলিশ ও সেনাবাহিনীর গাড়ি ভাঙচুর করে (১৫০ টি) শতাধিক ই্মার্কিন সৈন্য আহত হয় (২১-২৩ নভেম্বর '৪৫)।

এছাড়া আবদুল রসিদ নামে আজাদ হিন্দ ফৌজের একজন ক্যাপটেনের সাত বছর সশ্রম কারাদন্ড দেওয়া হলে, তার মুক্তির দাবীতে কলকাতা উত্তাল হয়ে ওঠে (১১-১৩ ফেব্রুয়ারী '৪৬) মুসলীম লীগের ছাত্রশাখা ধর্মঘট আহান করলে অন্যান্য দলের ছাত্ররাও ধর্মটে অংশ নেয়। শ্রমিক, জনতাও যােগ দেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রশাসন অক্ষম হলে সেনাবাহিনী তলব করা হয়। সেনা-পুলিশ ও জনতার সংঘর্ষে ৮৪ জন নিহত এবং ৩০০ জন আহত হয়।

এভাবে আজাদ হিন্দ ফৌজের বন্দী মুক্তির দাবীতে দেশ ব্যাপী রক্তক্ষয়ী প্রতিক্রিয়া দেখা দেয়।

Download Link of this Content
Advertisements
Best Search Engine Optimization
Advertisements

Post a Comment

0 Comments