Advertisements
উত্তর: আবদুল রসিদ ছিলেন আজাদ হিন্দ ফৌজের একজন ক্যাপটেন। দিল্লীর লালকেল্লায় শুরু হওয়া বিচারে (৫ই নভেম্বর, ১৯৪৫) ব্রিটিশ রাজের বিরুদ্ধে যুদ্ধের অভিযােগের বদলে হত্যাকান্ডের অভিযােগে আবদুল রসিদ সাত বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত করা হয়। বিচারের এই রায়ের প্রতিবাদে মুসলিম লীগের ছাত্র শাখা ধর্মঘটের ডাক দেয় (১১ ফেব্রুয়ারী, ১৯৪৬)। ধর্মঘটের কমিউনিষ্ট ও কংগ্রেসের ছাত্র শাখাও যােগ দেয়। ধর্মঘট শিল্পাঞ্চলেও ছড়িয়ে পড়ে।
বহু শ্রমিক তাতে অংশ নেয়। সাধারণ মানুষ ও স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয় (১১-১৩ই ফেব্রুয়ারী, ১৯৪৬)। এর স্বাভাবিক ফলশ্রতিতে কলকাতা ও পাশ্ববর্তী অঞ্চল কার্যত অচল হয়ে যায়। স্থানে স্থানে জনতা-পুলিশ সংঘর্ষ হয়। সরকারি হিসাবে পুলিশ-সেনাবাহিনীর স্গে জনতার সংঘর্ষে ৮৪জন নিহত ও ৩০০ জন আহত হয়।

0 Comments