Advertisements
হিমালয় পর্বতমালার যে অংশটি জম্মু-কাশ্মীর রাজ্যে অবস্থিত তাকে কাশ্মীর হিমালয় বলে। হিমালয়ের এই অংশে যেসব পাহাড় বা পর্বতশ্রেণী আছে, সেগুলির মধ্যে সবার দক্ষিণে জন্মু ও পুঞ্চ পাহাড় শিবালিক পর্বতশ্রেণীর অন্তর্গত। এর উত্তরে মধ্য হিমালয়ের অংশরূপে আছে পিরপাঞ্জাল পর্বতশ্রেণী। এরপর আছে বিখ্যাত কাশ্মীর উপত্যকা। উপত্যকার উত্তরে আছে হিমগিরি ও জাসকার পর্বতশ্রেণী। তারপর সিন্ধুর গভীর উপত্যকা এবং তার উত্তরে বিখ্যাত কারাকোরাম পর্বতশ্রেণী। ভারতের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ গডউইন অস্টিন বা K; (৮,৬১১ মি.) এখানেই অবস্থিত।

0 Comments