Advertisements
ভারতের আরব সাগরীয় উপকুলভূমি বা পশ্চিম উপকূলের সমভূমির যে অশেটি মহারাষ্ট্রে উত্তর সীমা অর্থাৎ সুরাটের কিছুটা দক্ষিণ থেকে গােয়া পর্যন্ত বিস্তৃত, তাকে বলে কোদ্কণ সমভূমি। প্রধানত মহারাষ্ট্র রাজ্যের অন্তর্গত হলেও কোঙ্কণী ভাষাভাষী মানুষের বাসভূমি বলে এলাকাটি কোঙ্কণ উপকূল নামে পরিচিত। কোঞ্চণ সমভূমি প্রায় ৫০০ কিমি. দীর্ঘ, তবে খুব সংকীর্ণ, প্রস্তরময় এবং ভগ্ন। ভারতের অন্য কোন উপকুলভূমি এত ভগ্ন নয়। এছাড়া উপকূলের কোন কোন এলাকা বালিঢাকা এবং চুনাপাথর দ্বারা গঠিত। ভারতের অন্যতম বৃহৎ বন্দর মুম্বাই এখানেই অবস্থিত। সর্বাধুনিক জওহরলাল নেহরু বন্দর এখানে গড়ে তােলা হয়েছে।

0 Comments