Advertisements
উত্তরে সুমেরু বিন্দু থেকে দক্ষিণে কুমেরু বিন্দু পর্যন্ত বিস্তৃত অর্ধ-বৃত্তাকার দ্রাঘিমা রেখাগুলির মধ্যে একটি নির্দিষ্ট রেখাকে প্রধান রেখা ধরে তা থেকে পূর্ব-পশ্চিমে যেকোন স্থানের অবস্থান নির্ণয় করা হয়। ১৮৮৪ খ্রিস্টাব্দের এক আন্তর্জাতিক সভার সিদ্ধান্ত অনুসারে যে নির্দিষ্ট দ্রাঘিমারেখাটি লন্ডনের উপকণ্ঠে অবস্থিত গ্রীনিচ শহরের রয়্যাল অবজার্ভেটরীর ওপর দিয়ে উত্তরে সুমেরু বিন্দু থেকে দক্ষিণে কুমেরু বিন্দু পর্যন্ত প্রসারিত হয়েছে সেই রেখাটিকে মূল মধ্যরেখা বা প্রধান দ্রাঘিমারেখা বলা হয়। এই রেখাটির দ্রাঘিমার মান ধরা হয় ০৭। মূল মধ্যরেখা যেহেতু লন্ডন শহরের উপকণ্ঠে অবস্থিত গ্রীনিচ মান-মন্দিরের ওপর দিয়ে বিস্তৃত হয়েছে, তাই একে গ্রীনিচরেখাও বলা হয়

0 Comments